নতুন ইমু খোলার নিয়মাবলী এবং ইমু অ্যপের সুবিধে। বর্তমান যুগ ডিজিটাল যুগ। আগে একটা সময় ছিল যখন আমরা একে অন্যের সাথে কথা বলার জন্য অনেক দুরে দুরে গিয়ে তারপরে কথা বলতাম। কিন্তু এখন তার ব্যতিক্রম।
এখন ঘরে বসেই এক নিমিষেই এক দেশ থেকে অন্য দেশে কথা বলা যায় এবং কথা বলার সাথে সাথে ভিডিও দেখা যায়।
আধুনিক যুগ সত্যিই অসাধারণ এক নিমিষেই কত কি করা সম্ভব। বর্তমান সময়ে প্রিয়জনের সাথে কথা বলার সময় শুধু ভয়েস কলিং ই নয় ভিডিও কলিং এ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। রয়েছে ভয়েস কলিং এর পাশাপাশি ভিডিও কলিং সিস্টেম বা সুবিধা।
আজকে আমরা ভিডিও কলিং এর সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ এর সাথে পরিচয় হবো এবং অ্যাপটিতে কিভাবে আপনি একাউন্ট খুলতে পারবেন এবং ব্যবহার করবেন বিস্তারিত সবই জানব আজকের পোস্টটি তে। তাই অবশ্যই এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
ভিডিও কলিং এর জন্য সেরা অ্যাপস কোনটি
আমরা অনেকেই বিভিন্ন কলিং অ্যাপস ব্যবহার করে থাকি তার মধ্যে আজকে আমরা জানবো ইমো অ্যাপ কিভাবে ব্যবহার করবেন বা ইমো অ্যাপ এ কিভাবে একাউন্ট খুলবেন বিস্তারিত জানব আজকের এই পোস্টে।
ইমো অ্যাপস টি বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অনলাইনে। সাধারণতঃ এক দেশ থেকে অন্য দেশে ভিডিও কলিং এর জন্য ইমো অ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ নাই বললেই চলে।
ইমু অ্যাপস কোথায় পাবো বা ইমু অ্যপ্স কিভাবে ডাউনলোড করব
বন্ধুরা ইমো অ্যাপস টি আপনি সরাসরি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি যদি প্লে স্টোরে গিয়ে "imo" লিখে সার্চ করেন তাহলে আপনি কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন খুব সহজেই প্লে স্টোরে।
তারপরে ইনস্টল বাটনে ক্লিক করুন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার ফোনে কিন্তু ইমো অ্যাপস টি ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই।
আপনার ফোনে যদি গুগল প্লে স্টোর না থাকে তাহলে আপনি যেকোনো একটি ব্রাউজার এ চলে যান ব্রাউজার এ গিয়ে সার্চ করে দেন "imo apk" তাহলেই আপনি অ্যাপসটি পেয়ে যাবেন এবং ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
ইমো অ্যাপ এ কিভাবে একাউন্ট করব
আপনি যদি সঠিকভাবে ইমু অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নেন তারপরে প্রথম কাজ আপনাকে আপনার ইমো প্রফাইল পিক সেটআপ করে নেওয়া বা ইমো একাউন্ট তৈরি কোরে নেওয়া।
আপনারা অনেকেই আছেন যারা কিনা ইমো অ্যাপ এ কিভাবে একাউন্ট খুলতে হয় বা ইমো অ্যাপ কিভাবে ব্যবহার করে তা জানেন না।
ইমো অ্যাপ একাউন্ট করা খুবই সহজ অ্যাপটি তে ঢোকার করার পরে আপনার মাঝে নাম্বার একটি অপশন চলে আসবে ওই নাম্বারের অপশনে আপনি আপনার মোবাইলে থাকা একটি ফোন নাম্বার বসিয়ে টিক নিচের বাটনে ক্লিক করে দিন।
আপনি যখন আপনার নাম্বার বসিয়ে সাবমিট করে দিবেন তখন আপনার ওই নাম্বারে ইমু থেকে একটি এসএমএস যাবে ওই এসএমএসের মধ্যে চার ডিজিটের অথবা 6 ডিজিটের একটি সংখ্যা যাবে ওই সংখ্যাগুলো আপনি কপি করে নেন বা এক জায়গায় সেভ করে নেন।
আপনি যখন ইমো অ্যাপ এ আপনার নাম্বার দিয়ে একাউন্ট খোলার জন্য সাবমিট করবেন তখন দেখবেন ভেরিফাই নামক একটা পেজে আপনাকে নিয়ে যাবে এবং ওখানে একটি ফাকা বক্স পেয়ে যাবেন।
ফাঁকা বক্সটিতে আপনি আপনার ফোনে আসা এসএমএসের মধ্যে যেই কোডগুলো পেয়েছেন ওই কোডগুলো বসিয়ে দিন পরে ভেরিফাই বাটনে ক্লিক করে দিন। দেখবেন আপনার ইমো অ্যাপ এ সাকসেসফুলি একাউন্ট খোলা কমপ্লিট। এই ভাবেই আপনি খুব সহজেই একটি ইমো একাউন্ট তৈরী করে নিতে পারেন।
এখন কিন্তু আপনি খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে অডিও কলিং অথবা ভিডিও কলিং সুবিধাগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন।
এখন আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে খুব সহজেই ভিডিও কলে কথা বলতে পারবেন। এর জন্য তার কন্টাক্ট নাম্বারটা আপনার ফোনে সেভ করতে হবে এবং তাকেও সঠিক ভাবে ইমো তে একাউন্ট তৈরী করে নিতে হবে।
আপনার প্রিয় জন যদি একাউন্ট কিভাবে খুলতে হয় না জেনে থাকে তাহলে আপনি এই পোস্টটি তার কাছে শেয়ার করে দিতে পারেন এর ফলে সে কিন্তু খুব সহজেই ইমু অ্যাপ এ একাউন্ট কিভাবে খুলতে হয় তা জেনে নিতে পারবে।
বন্ধুরা এখন আমরা দেখেবো কিভাবে নিজের ইমু প্রোফাইলকে সাজিয়ে নিবেন। ইমু অ্যাপ এর মধ্যে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সেটি ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মতোই প্রায় দেখতে,এখানে আপনি ভিডিও কল,ফোন ও মেসেজ করার সমস্ত অপশন পেয়ে যাবেন।
imo অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য :- বন্ধুরা এতক্ষণ তো দেখলাম ইমো অ্যাপ এ কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন নিজের প্রোফাইল তৈরি করবেন এবং আপনার পরিচিত বা আত্মীয় স্বজনদের সাথে অডিও বা ভিডিও কলে কথা বলবেন। এখন জেনে নেব ইমো অ্যাপ টিতে এই সুবিধাগুলো ছাড়াও আপনি কি কি সুবিধা পাবেন।
এই ইমু অ্যপটিতে রয়েছে হাই কোয়ালিটি ভয়েস ও ভিডিও কলের সুবিধা দিচ্ছে একদম ফ্রিতে ।
ইমু অ্যপটিতে আনলিমিটেড ফ্রি মেসেজ,ভয়েস ও ভিডিও কলের সুবিধা পাচ্ছেন আপনার সমস্ত নেটওয়ার্ক 2G, 3G, 4G* অথবা Wi-Fi এর উপর !
ইমুর দ্বারা আপনি আপনার বন্ধুদের,পরিবার এবং সহকর্মীদের সাথে গ্রুপ ভিডিও কল এর সুবিধাও পাচ্ছেন।
অল্প খরচে স্মাটফোনে আন্তর্জাতিক কালের সুবিধে পাবেন ইমু অ্যপটিতে !
ইমু অ্যপ দ্বারা আপনি বন্ধুদের,পরিবার এর মধ্যে দ্রুত ফটো এবং ভিডিও শেয়ার করতে পারবেন একদম ফ্রিতে।
বন্ধুরা এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর প্রতিদিন আমাদের পোস্টগুলো পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।
0 Comments